ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকরে জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছেন শেখ হাসিনাকে।
আজ নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা ও তিস্তার পানিবণ্টন সংক্রান্ত সৃষ্ট অচলাবস্থা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মোদী।
বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করব।
বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। কাঠমান্ডুর হোটেল ক্রাউন প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের শেখ হাসিনাকে দেওয়া এ আশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকে বর্ধমানের জঙ্গি সমস্যা সমাধানেও দুই দেশের গোয়েন্দাদের তথ্য বিনিয়ম করার সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া জঙ্গিবাদ দমনে দুই দেশের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সেক্রেটারি।
এ ছাড়া বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে কাঠমান্ডুর হোটেল র্যাডিসনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।