রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর শাহ্ মিরান দরগা শরীফে আজ ১১ অগ্রহায়ন ১৪২১ বাংলা মঙ্গলবার পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) এর পৌত্র (নাতি) বিশ্ব ওলী হযরত সৈয়দ শাহ্ মিরান (রঃ) ওরস শরীফ পালিত হচ্ছে। আজ থেকে ৬০০ বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশে সুদূর বাগদাদ থেকে এই অঞ্চলে আগমন করেন।
কাঞ্চনপুর দরগা শরীফ এন্তেজামিয়া কমিটি থেকে জানা গেছে, এ বার্ষিকী ওরস শরীফে প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত, আশেকান, মুরিদানসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করবেন।