বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। আটককৃতদের সোমবার দুপুরে দিগরাজ নৌ ঘাটিতে আনা হয়। সন্ধ্যায় তাদের মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, মংলা বন্দর থেকে প্রায় ১শ ৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় রোববার বিকেলে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলি ভারতীয় জেলেদের একটি ট্রলার আটক করে। এফ, ভি হীরালাল নামক ভারতীয় ওই ট্রলারে ১২জন জেলে ছিল। আটক জেলেদের বাড়ি ভারতের উত্তর ও দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায়। বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে আটক ১২ জেলের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।