নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক্টর-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিন সংবাদকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চৌরাস্তায় চৌমুহনী পৌর কার্যালয়ের সামনের এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চ্যানেল নাইন ও বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, এশিয়ান টিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, আরটিভি’র নোয়াখালীর চিত্রগ্রাহক রিয়াদ। আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন সংবাদ কর্মী সংবাদ সংগ্রহের জন্য জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা যোগে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে বেগমগঞ্জের চৌরাস্তায় চৌমুহনী পৌর কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক ছেড়ে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারালে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ তিন জন সংবাদকর্মী আহত হন।