পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতে আলী খান ঢাকায় আসছেন ডিসেম্বরে। অন্তর শোবিজ আয়োজিত একটি একক সংগীতানুষ্ঠানে গান গাইতে আসবেন তিনি।
আয়োজক সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তিনি মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গান পরিবেশন করবেন। এই সংগীতানুষ্ঠানের প্রবেশ মূল্য ধরা হয়েছে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে অর্থকণ্ঠ।